জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী হা‌জিরা ১৫‌ ডি‌সেম্বর

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী হা‌জিরা ১৫‌ ডি‌সেম্বর

নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরবর্তী হা‌জিরা ১৫‌ ডি‌সেম্বর ধায্য ক‌রে‌ছে আদালত।

বৃহস্পতিবার দুপু‌রে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার এ তা‌রিখ নিরধারন ক‌রেন।

মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলা তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলার অপর আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

এ সময় বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস‌-চেয়ারম্যান অ্যাড‌ভো‌কেট খন্দকার মাহবুব হো‌সেন, আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আব্দুর রেজ্জাক আলী খান, সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী, যুগ্ম মহাস‌চিব ব্যা‌রিস্টার মাহবুব উ‌দ্দিন খোকন,‌ সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, আইন বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট সানা উল্লাহ মিয়া, আন্তজা‌তিক বিষয়ক সম্পাদক অ্যাড‌ভো‌কেট মাসুদ আহ‌মেদ তালুকদার, নির্বাহী ক‌মি‌টির সদস্য অ্যা‌ড‌ভো‌কেট সিমকী ইমাম খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল