জুতা পায়ে শহীদ মিনারে টেলিভিশন শিল্পীরা

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৬

জুতা পায়ে শহীদ মিনারে টেলিভিশন শিল্পীরা

নিরব আন্দোলনে মুখরিত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার। আন্দোলনে ভিন্নচিত্র চোখে পড়ল টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের পাঁচ দফা দাবি আদায়ের জন্য সমাবেশে। তাদের অনেকে জুতা পায়ে শহীদমিনারে অবস্থান করেছেন।

ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনাল অর্গানাইজেশন (এফটিপিও)-এর আয়োজনে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়েছেন শত শত টেলিভিশন শিল্পী ও কলাকুশলী।

shahid-minar

সমাবেশের শুরুতে বেশ ক’টি সংগঠনের কর্মীরা স্লোগান দিতে দিতে শহীদ মিনারে প্রবেশ করেন। এরপর টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের বেশির ভাগই জুতা না খুলেই শহীদ মিনারে উঠে গিয়েছেন।

সম্প্রতি জুতা নিয়ে উঠা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়। এ প্রসঙ্গে তাসফিয়া ঋতু নামের একজন মন্তব্য করেছেন, তারা মানুষকে আর কি শিখালো। আর কিইবা শিখবে মানুষ তাদের কাছে। তারাইতো নিয়ম ভঙ্গ করেন।

pic-2_5

untitled-1

ফেসবুকে জয়বার্তা দর নামক এক তরুন লিখেছেন, ওরা এতই দেশপ্রেমিকতা দেখায় যে, তারা কখন কোথায় জুতা পায়ে ওঠা উচিত নয় সেটা পর্যন্ত ভুলে যায়।