জুড়ির ত্রাস যুবদল নেতা তজমূল সীমান্তচৌকি নির্মানে প্রতিবন্ধকতা

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৭

জুড়ির ত্রাস যুবদল নেতা তজমূল সীমান্তচৌকি নির্মানে প্রতিবন্ধকতা

জাকির হোসেন দিপু : মৌলভীবাজারের জুড়ির ত্রাস যুবদল নেতা তজমূল। এলাকায় ইয়াবা সম্রাট ও ইয়াবা তজমূল নামেও তার পরিচিতি। তার কারনে আটকে রয়েছে জুড়ির ফুলতলায় বিজিবি’র সীসান্ত চৌকির নির্মান কাজ। তার কাছ থেকে নিম্নমানের বালু পাথর গ্রহণ না করায় ঠিকাদারকে নানা হুমকি-ধমকি দিচ্ছেন তিনি। নিরাপত্তার অভাব জনিত কারনে সীমান্ত চৌকি নির্মান কাজে মালামাল সংগ্রহ করতে পারছেন না ঠিকাদার মামুন। যুবদল নেতা তজমূল আলী মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার ফুলতলা বস্তীবাড়ি পট্টি’র তৈয়ব আলীর পুত্র ও ফুলতলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক।
অভিযোগে প্রকাশ, তজমূল আলী জুড়ির ফুলতলা সীমান্ত চৌকি নির্মানে ঠিকাদার মামুনকে বালু ও পাথর সরবরাহ করতে চেয়েছিলেন। কিন্তু সরবরাহকৃত বালু ও পাথর নিম্নমানের হওয়ায় তা গ্রহণ করে পারছেন না ঠিকাদার মামুন। আর এ কারনে ক্ষিপ্ত হয়ে ওঠেন তজমূল। তিনি ঠিকাদারের কাছে মোটা অংকের টাকা দাবি করেন এবং নানা হুমকি ধমকি দিয়ে নির্মান সামগ্রী সংগ্রহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছেন। আর এ কারনে বিজিবি ফুলতলা সীমান্ত চৌকি নির্মানে বিলম্ব এমনকি নির্মানকাজ বন্ধ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে বলে বিজিবি সূুত্র জানিয়েছে।
নামপ্রকাশে অনিচ্ছুক অপর একটি সূত্র জানায়, তজমুল আলী ব্যবসার অন্তরালে নিষিদ্ধ ইয়াবা ব্যবসা ও সেবনের সাথে জড়িত। আর এ কারনে এলাকায় অনেকের কাছে তিনি ‘ইয়াবা সম্্রাট’, আবার অনেকের কাছে ‘ইয়াবা তজমূল’ বলে পরিচিত। যুবদল নেতা তজমুলের রয়েছে একাধিক স্ত্রী। জুড়ি উপজেলা সদরের লিয়াকত আলীর বাসাটি জবরদখল করে কথিত দ্বিতীয় স্ত্রী নিয়ে সেখানে বসবাস করেন এবং সেখানে থেকেই ইযাবা ব্যবসা পরিচালনা করেন। বাসার মালিক লিয়াকত জানান, ভাড়ায় বাসা নিয়ে তজমূল সেখানে ইয়াবা ও নারী ব্যবসা সহ নানা অপকর্ম চালিয়ে আসছেন। পরবর্তীতে কোন ভাড়া না দিয়েই তিনি নানা ভয়-ভীতির মাধ্যমে তার বাসাটি জবরদখল করে রেখেছেন। প্রথম স্ত্রীর বিধিগত অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ের নামে যুবমহিলা রেখে মাদক ব্যবসাসহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। জুড়ির বনিক সমিতিও তার কাছে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগে প্রকাশ।
অভিযোগের ব্যাপারে সোমবার (২০ফেব্র“য়ারি) দুপরে তজমূল আলীর একাধিক মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিকের ফোন রিসিভ করেনন নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল