২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী বরইতলী গ্রামে জুড়ী নদীর প্রতিরক্ষা বাঁধের বেশ কিছু অংশ ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। রোববার দুপুরে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজারের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো: খুরশেদ আলম ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন উপ-সহকারী প্রকৌশলী হাসান পারভেজ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক শাঈম আহমদ।
এলাকাবাসী জানান, ওই এলাকার নদীর একপাশে বাংলাদেশ অপরপাশে ভারত। গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বাংলাদেশ অংশে নদীর প্রতিরক্ষা বাঁধে বিশাল ফাটল দেখা দেয় এবং বাঁধের বেশ কিছু অংশ নদীতে বিলীন হয়। আরও বেশ কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। যেকোন সময় ধসে পড়তে পারে। এতে করে উপজেলার সাগরনাল, গোয়ালবাড়ী ও পূর্বজুড়ী ইউনিয়ন বন্যা কবলিত হবে। দ্রুত সময়ে স্থায়ী ভাবে বাঁধ মেরামতের দাবি জানিয়ে স্থানীয়রা বলেন, ভাঙ্গন অব্যাহত থাকায় নদী তীরবর্তী অর্ধশতাধিক বাড়ীঘর ঝুঁকির মধ্যে রয়েছে।
নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন কালে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), মৌলভীবাজার-এর উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মো: খুরশেদ আলম গণমাধ্যম কর্মীদের বলেন, পানি উন্নয়ন বোর্ড, মৌলভীবাজার-এর নির্বাহী প্রকৌশলীর নির্দেশে এলাকাটি পরিদর্শন করি। এখানে প্রতিরক্ষা বাঁধের প্রায় ১১০মিটার এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আরও কিছু এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত সময়ে সাময়িক ভাবে বাঁধ মেরামত করা হবে। পরবর্তিতে ব্লকের মাধ্যমে পুরো এলাকায় স্থায়ী বাঁধের প্রকল্প গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D