জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু কারাগারে

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মে ১৬, ২০১৬

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু কারাগারে

nipo bclসিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
গত রাতে (রোববার) গ্রেপ্তারের পর সোমবার (১৬ মে) দুপুরে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
রবিবার দিবাগত পৌনে ১১টার দিকে নগরীর বালুচর এলাকা থেকে নিপুকে গ্রেপ্তার করা হয় বলে জানান শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহলালাল মুন্সি।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-বাসদের সমাবেশে হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলামা সেলিমসহ কয়েকজন আহত হন। এছাড়া, সম্প্রতি সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নজরুল হাকিমকে নিজ অফিসে গিয়ে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে নিপুর বিরুদ্ধে। ওই প্রকৌশলী হুমকি পেয়ে থানায় দু’টি জিডিও দায়ের করেছেন। এছাড়া এমসি কলেজের জায়গা দখল ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে নিপুর বিরুদ্ধে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল