জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আউয়াল কয়েস

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আউয়াল কয়েস

শেখ কামরুল হাসান সাহান:: আসন্ন সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগে’র সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস। আব্দুল আউয়াল কয়েস ছাত্র জীবন থেকে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত। তিনি ফেঞ্চুগঞ্জ ডির্গ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের বার বার নির্বাচিত সাবেক সফল সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এবং সদ্য ঘোষিত ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ’র কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও তিনি সিলেটস্থ ফেঞ্চুগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ এবং ফেঞ্চুগঞ্জ নাইট রাইডার্স ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক সংঘটনের সাথে জড়িত। জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইতি মধ্যেই তিনি তার নিজের নির্বাচনী এলাকায় দিন রাত চষে বেড়াচ্ছেন, তিনি আগামী দিনে মানুষের কল্যানের জন্য কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। ফেঞ্চুগঞ্জ মাইজগাওঁ ইউনিয়নের অধীনে কয়েক বারের নির্বাচিত সাবেক মেম্বার মরহুম আবুল কালাম লেদু (লেদু মেম্বার) এর যোগ্য পুত্র আব্দুল আওয়াল কয়েছ বলেন যে তার নির্বাচনী ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে পাশে দাড়ানোর লক্ষেই তিনি জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এজন্য তিনি ভোটারদের ভোট ও সহযোগীতা কামনা করে সাধারণ মানুষের দোয়া চান । চলতি মাসে সারা বাংলাদেশে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা ও ডিসেম্বর মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

ফেসবুকে সিলেটের দিনকাল