৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৬
সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিন্দাবাজারস্থ সংসদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল।
সিলেট জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার মোঃ আকরাম আলীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল হক, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রণজিৎ চক্রবর্তী ধর, বালাগঞ্জ কমান্ডার মুক্তিযোদ্ধা মোঃ কামাল, জৈন্তাপুর এর ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা হাজী আনোয়ার হোসেন, সিলেট সদর ইউনিটের মুক্তিযোদ্ধা মতছির আলী, সিলেট সদর ইউনিটের ডেপুটি কমান্ডার ইমাদ আলী, জেলা কমান্ডের কার্যকরি সদস্য মুক্তিযোদ্ধা আফতাব হোসেন, দণি সুরমা ইউনিটের সহকারী কমান্ডার মকবুল হোসেন, কোম্পানীগঞ্জ ইউনিটের কমান্ডার আব্দুন নুর, খাদিমনগর ইউনিয়ন ইউনিটের মুক্তিযোদ্ধা সমছু মিয়া, দণি সুরমার কুটি মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্পত্তি যেকোন মূল্যে রা করতে হবে। এ ব্যাপারে সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। বক্তারা যুদ্ধাপরাধীদের দণ্ড কার্যকর করায় সরকারকে ধন্যবাদ জানান। নেতৃবৃন্দ রাজাকার আলবদরের দোসরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মুক্তিযোদ্ধাদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D