সিলেট ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার আসামপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার বাসিন্দা ব্যবসায়ী জিয়া উদ্দিন হত্যা‘র ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার ও আসামীদের দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানিয়ে স্থানীয় আসামপাড়া এলাকাবাসির উদ্যোগে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ২১ জানুয়ারী বৃহস্পতিবার সকালে সিলেট তামাবিল মহা-সড়কের আসামপাড়া এলাকায় এই মানব বন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, আসামপাড়া এলাকার বাসিন্দা নিরীহ পাথর ব্যবসায়ী জিয়া উদ্দিন কে গত ১৬ জানুয়ারী (গুচ্ছগ্রাম) শ্রীপুর চা-বাগানে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষে মামলা দায়ের করা হলে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন ঘটনার সাথে জড়িত ১জন ছাড়া এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেন নাই। এলাকাবাসী এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে জিয়া উদ্দিন হত্যা ঘটনা সঠিক তদন্ত করে প্রকৃত জড়িত আসামীদের খোজেঁ বের করে দুষ্টান্ত মুলক শাস্তি দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন বিগত দিনে বৃহত্তর আসামপাড়ায় গাড়ী চালক আলী আহমদ, দুলাল আহমদকে এরূপ নির্মমভাবে হত্যা করা হলেও আজবদি তাদের কোন বিচার হয়নি। এমনইভাবে গতকাল স্থানীয় ২নং লক্ষীপুর গ্রামের তবদুল মিয়ার ছেলে ব্যবসায়ী জহির উদ্দিনকে প্রানে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। অল্পের জন্য বেচে গিয়ে সে এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানব বন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আব্দুন নুর। সভা পরিচালনা করেন ছাত্রনেতা সাইফুল ইসলাম বাবু ও জিএম জসিম। সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এখলাছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, বিএনপি নেতা আব্দুস শুকুর, বিশিষ্ট ব্যবসায়ী মো: ফখরুল ইসলাম, বিয়াম ডা: কুদরত উল্লা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, সমাজসেবী আব্দুল জলিল, মোস্তাক আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মিরণ মেম্বার, ইউপি সদস্য আলী আহমদ, কবির আহমদ, আব্দুস ছালাম, মানিক চৌধুরী ,মহসীন মিয়া, আব্দুল কাদির, আক্তার হোসেন ,আব্দুল জব্বার, আব্দুল কাইয়ুম, জাহিদ মিয়া, আব্দুল মতিন, আব্দুস ছাত্তার, আমীর আলী ও নিহত‘র ভাতিজা আব্দুর রাজ্জাক সিপন। জৈন্তাপুরে দু‘টি পেট্রোল পাম্পে ডাকাতি ৩ ডাকাত আটক জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নে একই রাতে দু‘টি পেট্রোল পাম্পে ডাকাতি সংঘটিত হয়েছে। এঘটনায় পুলিশ ৩ডাকাতকে আটক করে, অন্যরা পালিয়ে যায় টাকা নিয়ে। ২০ জানুয়ারী মঙ্গলবার আনুমানিক রাত ২টার দিকে সিলেট তামাবিল মহা-সড়কের চিকনাগুল ইউনিয়নে অবস্থিত শাহপরান ও হাইওয়ে পেট্রোল পাম্পে ৫/৬জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। এ সময় ডাকাত দল পেট্রোল পাম্পে কর্মরত লোকজ কে অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা সহ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময়ে পাম্পে কর্মরত লোকদের আত্মচিৎকারে স্থানীয় জনগন ডাকাতদের দাওয়া করে। ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় জনতা ও কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিমের নেতৃত্বে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ ও এসআই কাজি শাহেদ সহ পুলিশের শাড়াসি অভিযানে রাতে ৩ ডাকাত কে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হল রাজবাড়ি জেলা সদরের শেখেরপাড়া উত্তর দৌলদিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা সাগর শেখের ছেলে ইমরান শেখ, খানকানাপুর গ্রামের ইন্তাজ শেখ’র ছেলে মোঃ ইমন শেখ ও ইমরান শেখ ও একই জেলার ভবানিপুর গ্রামের জব্বার শেখের ছেলে মিলন মৃধা। এই ডাকাতির ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি তদন্ত ওমর ফারুক বলেছেন সংঘবদ্ধ একটি ডাকাত দল গত ৩দিন থেকে সিলেটে অবস্থান করছে এবং তাদের সহযোগিদের মাধ্যমে তারা জৈন্তাপুর এলাকায় প্রবেশ করে প্রথমেই পেট্রোল পাম্পে হানা দেয়। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী জানান, চিকনাগুলে পেট্রোল পাম্প ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় জনতার সহযোগিতায় ৩ ডাকাত কে গ্রেফতার করেছে। এই ঘটনায় সাথে জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd