সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১
জৈন্তাপুর প্রতিনিধি:সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে দেশ ব্যাপী পরিচিতি পাওয়া ভারত-বাংলাদেশ সীমান্ত ঘোষা কেন্দ্রী ও ডিবির হাওর লাল শাপলা বিল সু-রক্ষায় একটি লিয়াঁজো কমিটি গঠন করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা সহ নানা সুবিধায় এই সু-রক্ষা কমিটি সাময়িক ভাবে বিল রক্ষনাবেক্ষন কাজ বাস্তবায়ন করা হবে। উপজেলা পরিষদের সহযোগিতায় একটি নীতিমালা প্রণয়ন করে ১৫ দিনের মধ্যে কেন্দ্রী ,ডিবির হাওর লাল শাপলা বিল সংলগ্ন গ্রাম সমুহের বাসিন্দাগণ কে নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। গতকাল ১৮ জানুয়ারী সোমবার সকালে লাল শাপলা বিল সংলগ্ন এলাকায় নিজপাট ও জৈন্তাপর ইউনিয়নের জনগনের সাথে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ জৈন্তাপুর উপজেলার পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে কেন্দ্রী হাওর লাল শাপলা বিল সু-রক্ষায় প্রতিবেশী বাসিন্দাগনের সহায়তা কামনা করেন। মতবিনিময় সভায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এখলাছুর রহমান কে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি লিয়াজো কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নিজপাট ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, নিজপাট ইউপি সদস্য মনসুর আহমদ, জৈন্তাপুর ইউপি সদস্য আহমদ আলী। এই ৪ সদস্য বিশিষ্ট লিয়াজো কমিটি লাল শাপলা বিল সংলগ্ন এলাকার বাসিন্দাগনের সমন্বয়ে আগামী ১ পহেলা ফেব্রæয়ারী একটি কার্যকরী কমিটি গঠন করার ব্যবস্থা করবেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিন আহমদ ,ছাত্রনেতা মির্জান আহমদ রুবেল ও ইউসুফ আলীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: ইয়াহিয়া, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ইউপি সদস্য আহমদ আলী, মনসুর আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির,সাংবাদিক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাসিম ছন্দই মিয়া, ইসমাইল আলী, জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আহাদ ,নিজপাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর,সমাজসেবী সিদ্দিকুর রহমান, নজির আহমদ, আলী আকবর, জৈন্তাপর ট্রাক চালক আঞ্চলিক উপ-কমিটির সহ- সভাপতি ইদন মিয়া, সাধারণ সম্পাদক জামাল আহমদ, আকবর আলী ও যুবনেতা আব্দুল কাইয়ুম, রহমত আলী, রফিকুল ইসলাম, মাসুক আহমদ, নাজিম উদ্দিন, হারুন আহমদ, শামীম আহমদ, জয়নাল আহমদ ও মাসুক মিয়া প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd