টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

17-3-696x392৩০ অক্টোবর ১৬. রবিবার:  ইংল্যান্ডের বিপক্ষে মেহেদী-সাকিবের দারুণ বোলিংয়ে দুই দিন বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যাওয়ায়, বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেতৃবৃন্দ আজ রবিবার পৃথক পৃথক বার্তায় এ বিজয়ের জন্য ক্রিকেট দলের সব সদস্য, কোচ এবং অন্যদের ধন্যবাদ জানান। বাংলাদেশ ক্রিকেট দল আগামী বিশ্বকাপেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন এ দুই নেতা।

মিরাজের জাদুকর বোলিং-এ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার সিরিজের দ্বিতীয় টেস্টে ইংলিশদের হারিয়ে ১০৮ রানের জয় পেয়েছেন টাইগাররা।

ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক বাংলাদেশ অলআউট হওয়ার আগে সংগ্রহ করে ২৯৬ রান, তাতে টাইগারদের লিড দাঁড়ায় ২৭২ রান। ২-০ তে সিরিজ জিততে হলে ইংল্যান্ডকে ঢাকা টেস্ট জিততে হতো রেকর্ড গড়ে। এর আগে ২০১০ সালে ইংলিশরা সবশেষ ২০৯ রান চেজ করে জয় পেয়েছিল, সেটিও আবার বাংলাদেশের বিপক্ষে ঢাকার মাটিতে। এর বেশি রান চেজ করে কখনোই জিততে পারেনি ইংলিশরা। এবার টাইগাররা ছুঁড়ে দেয় ২৭৩ রান। তাতে, ১০০ রানের ওপেনিং জুটি গড়লেও ১৬৪ রানেই গুটিয়ে যায় ইংলিশরা।

এছাড়া, আলাদা বিবৃতিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল