টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৭

টিউলিপ সিদ্দিকীর পদত্যাগ

ব্রেক্সিট কার্যকরে যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির পরিকল্পনার অংশ হওয়া থেকে বিরত থাকতে বিরোধী দলের ফ্রন্ট বেঞ্চ (শিক্ষা বিষয়ক ছায়ামন্ত্রী) থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী।

বিরোধী দলের নেতা জেরেমি করবিনের কাছে লেখা চিঠিতে তিনি বলেন, যুক্তরাজ্যের ইউরোপিয় ইউনিয়ন ত্যাগের প্রক্রিয়ায় অংশ নিলে সেটি হবে তার ভোটারদের সঙ্গে বেঈমানি।

উল্লেখ্য, গত ২৩ জুন অনুষ্ঠিত ব্রেক্সিট গণভোটে টিউলিপের নির্বাচনী এলাকার ৭৫ শতাংশ ভোট পড়েছে ইইউ ত্যাগ করার বিপক্ষে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল