টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিলেট অঞ্চলের দ্বি-বার্ষিক সম্মেলন

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৬

টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন সিলেট অঞ্চলের দ্বি-বার্ষিক সম্মেলন

T&T Picবাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয় সিলেট অঞ্চলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিটিসিএল এর কার্যালয়ে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয় সিলেট অঞ্চলের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও মৌলভীবাজার সিবিএ’র সভাপতি কবির আহমদ শাহীনের পরিচালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন- বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহনেওয়াজ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ জামাল ফারুক, খায়েদ সর্দার, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হানিফ উদ্দিন, প্রচার সম্পাদক কাওসার আহমদ, দপ্তর সম্পাদক কমল চন্দ্র সরকার, আন্তর্জাতিক সম্পাদক আসলাম হুদা, সিলেট জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোফাকারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল প্রমুখ।
সম্মেলনে সিলেট অঞ্চলের নতুন কমিটি ঘোষণা করা হয়। সুদর্শন ভট্টাচার্য্যকে সভাপতি ও কবির উদ্দিনকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি করা হয়। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল