১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
অনলাইন ডেস্ক: ট্রেন লাইনচ্যুত হয়ে ভারতের উত্তর প্রদেশের কানপুরে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জন। রবিবার ভোর রাতের কিছু আগে ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে এই দুর্ঘটনা ঘটে। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে। ইন্দোরে-পাটনা এক্সপ্রেসের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫০ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এই দুর্ঘটনার পর থেকে দেশটির উদ্ধারকারী দল সেখানে অভিযান চালাচ্ছে। বগির ধ্বংসাবশেষ থেকে আরো লাশ পাওয়া যেতে পারে বলে ধারণা করছে তারা।
এদিকে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে এই দুর্ঘটনার তদন্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে দুর্ঘটনার কোন সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি। তবে ধারণা করে হচ্ছে অতিরিক্ত যাত্রী গ্রহণ ও রেল লাইনের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। টাইমস অব ইন্ডিয়া ও বিবিসি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D