সিলেট ২৩শে জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
আমিনুল ইসলাম কানাইঘাট
সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আবুল হারিছের অপসারনের দাবীকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্ঠি হয়েছে। গত সপ্তাহ থেকে এ উত্তেজনার ধারাবাহিকতায় গত শনিবার রাতে হাসপাতালের মুল ফটকের সামনে ফের উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে তাড়িয়ে দেন। জানা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছের বিরুদ্ধে তার অপরসারনের দাবী সহ বেশ কয়েকটি অভিযোগ এনে এলাকাবাসীর পক্ষে রফিক আহমদ ও জগদীশ সহ বেশ কয়েকজন স্বাক্ষরিত পৃথক পৃথক ৩টি অভিযোগ স্বাস্থ্য বিভাগের সিলেটের পরিচালক ও জেলা সিভিল সার্জন সহ সংশ্লিষ্ট দফতরে দায়ের করা হয়। এতে ডাঃ আবুল হারিছের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্ঠি হয়। সর্ব শেষ গতকাল বৃহস্পতিবার বিকেল ২টা দিকে স্বাস্থ্য বিভাগ সিলেট এর পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া হাসপাতাল পরিদর্শনে আসেন। এ সময় হাসপাতালের মূল ফটকের সামনে ডাঃ আবুল হারিছের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগকারীদের মধ্যে জগদীশ সহ কয়েকজন তাদের দরখাস্তের তদন্তের ব্যাপারে ডাঃ সুলতানা রাজিয়ার সাথে কথা বলেন। এক পর্যায়ে ডাঃ আবুল হারিছের চাচা শফিকুল হক সহ কয়েকজন প্রতিপক্ষের সাথে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এতে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি সহ চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কানাইঘাট থানার এসআই স্বপন চন্দ্র সরকারের নেতৃত্বে এক দল পুলিশ উভয় পক্ষকে হাসপাতালের সামনে থেকে তাড়িয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এবং স্বাস্থ্য বিভাগের সিলেটের পরিচালক ডাঃ সুলতানা রাজিয়া তার গাড়ীতে উঠে চলে যান। এ ব্যাপারে স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও ডাঃ অভিজিৎ শর্মার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন কোন অভিযোগের তদন্তে ডাঃ সুলতানা রাজিয়া আসেননি। তিনি হাসপাতাল পরিদর্শন শেষে লোভছড়া চা বাগানের যান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
প্রধান সম্পাদক : আব্দুল লতিফ নুতন
যুগ্ম সম্পাদক : মোছাম্মদ নুরুন নাহার
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd