১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৬
পরিবহন সেবা দিতে এবার বাংলাদেশে উবারের কার্যক্রম শুরু হয়েছে। গ্রামীণফোনের সঙ্গে মিলে মঙ্গলবার স্মার্টফোন অ্যাপভিত্তিক এ সেবা চালু করা হয়। বিভিন্ন দেশে আলোচিত ট্যাক্সি সেবার এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে অ্যাপল স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে।
উবারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর সর্ববৃহৎ এই পরিবহন সেবা মাত্র একটি বাটন চেপে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে। সেই সঙ্গে চালক-পার্টনারদের জন্য অর্থনৈতিক উন্নয়নের সুবিধাজনক সুযোগ তৈরি করবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রতিদিন গড়ে ৫০ লাখের বেশি উবারের ট্যাক্সিতে চড়া হচ্ছে। বিশ্বের ৭৪টি দেশের ৪৫০টি শহরের মানুষ উবারের সেবা পাচ্ছে।
তবে এই সেবার জন্য উবারের কোনো নিজস্ব ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কেউ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধনের মাধ্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। অপরদিকে একই অ্যাপ ব্যবহার করে সেবা পাবেন যাত্রীরা।
গাড়ির গতি, দূরত্ব, সময় অনুযায়ী উবার ম্যাপ তাদের মানদণ্ড অনুযায়ী ভাড়া হিসাব করে দেবে। এছাড়া বাজে আচরণের জন্য যাত্রী বা চালক অ্যাপে রেটিং দিতে পারবেন। এ জন্য উবার ম্যাপে যাত্রীরা চালকদের তাৎক্ষণিক অবস্থান জেনে নিয়ে তাকে ডাকতে পারবেন।
উবারের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট অমিত জেইন বলেন, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে প্রযুক্তিকে চালক, যাত্রী এবং শহরের সুবিধার্থে কাজে লাগানোর সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত।এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমাদের শহরগুলোর যানজট ও দূষণ কমানোর পাশাপাশি যাতায়াত ব্যবস্থা আরো সহজ হবে।
এদিকে ব্যক্তিগত গাড়ি ভাড়ায় খাটানোর ক্ষেত্রে বাংলাদেশের আইনি বিষয়গুলো উবার কীভাবে সামাল দেবে, বাংলাদেশে এর অনুমোদনের বিষয়গুলো কবে কীভাবে সমাধা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য বিজ্ঞপ্তিতে দেয়া হয়নি।
ঢাকাকেন্দ্রীক উবারের এই প্রকল্পতে অল-রাউন্ডার সাকিব-আল-হাসান সঙ্গী হয়েছেন বলে জানায় উবার। ইতিমধ্যে তিনি ঘুরেছেন উবারের গাড়িতে।
উল্লেখ্য, যাত্রী ধর্ষণের ঘটনায় ২০১৪ সালে দিল্লিতে উবার নিষিদ্ধ করা হয়েছিল।
উবার যেভাবে কাজ করে:
অ্যাপল স্টোর বা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যায়। চালক অথবা গ্রাহক দুইভাবে এই অ্যাপ ব্যবহার করা যায়। তবে উবার চালক হতে হলে মেইল ও ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।
যাত্রা শেষে নগদ টাকা বা ক্রেডিট-ডেবিট কার্ড ব্যবহার করে ভাড়া মেটানো যাবে। তবে ভাড়া হিসাব করা হবে যাত্রী ওঠার পর থেকে।
এছাড়া কোনো যাত্রী ট্যাক্সির জন্য উবার চালককে অ্যাপে রিকোয়েস্ট পাঠালে তিনি আসতে বাধ্য থাকবেন। রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে গাড়ির নম্বর, চালকের নাম এবং ফোন নম্বর পেয়ে যাবেন তিনি। কোনো কারণে চালক যাত্রা বাতিল করতে চাইলে তাকে জরিমানা গুণতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D