ঢাকায় জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের ৫ জন আটক

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

ঢাকায় জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের ৫ জনকে আটক করেছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং অর্থ সমন্বয়কারী রয়েছে বলে দাবি করেছে র‌্যাব। তবে কখন-কোথা থেকে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর পরিচালক মুফতি মাহমদু খান বলেন, আটকের সময় তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি ও অস্ত্র গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।

দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল