তাজুল হত্যায় ১১ জনের নাম উল্লেখ করে স্ত্রী শানুর মামলা

প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬

তাজুল হত্যায় ১১ জনের নাম উল্লেখ করে স্ত্রী শানুর মামলা

tazul২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানুর স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যায় ১১ জনের নাম উল্লেখ্য করে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ( ২৩ আগস্ট) শানু নিজে বাদী হয়ে গুলজার, আব্দুল আজিজ, আব্দুল হাফিজসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে গুলজার ও আজিজকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত শনিবার রাতে নগরীর  গরম দেওয়ান মাজারের সামনে খুলিয়াপাড়ায়  গলির মুখে  তাজুলকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় কয়েকজন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া গেলে সেখানে তার মৃত্যু হয়। এর আগেও শানুর ছেলে এক ছেলে প্রতিপক্ষের হামলা একইভাবে নিহত হন, অপর ছেলেকেও হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল