২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০১৬
২৩ আগস্ট ২০১৬, মঙ্গলবার: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মহিলা কাউন্সিলর শাহানারা বেগম শানুর স্বামী ও স্বেচ্ছাসেবক দল নেতা তাজুল ইসলাম হত্যায় ১১ জনের নাম উল্লেখ্য করে সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ( ২৩ আগস্ট) শানু নিজে বাদী হয়ে গুলজার, আব্দুল আজিজ, আব্দুল হাফিজসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেছে।এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩/৪ জনকে আসামী করা হয়েছে। এরমধ্যে গুলজার ও আজিজকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার রাতে নগরীর গরম দেওয়ান মাজারের সামনে খুলিয়াপাড়ায় গলির মুখে তাজুলকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় কয়েকজন যুবক। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া গেলে সেখানে তার মৃত্যু হয়। এর আগেও শানুর ছেলে এক ছেলে প্রতিপক্ষের হামলা একইভাবে নিহত হন, অপর ছেলেকেও হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D