তাবলীগ জামায়াত কর্মী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১০:৩৩ পূর্বাহ্ণ, জুন ৬, ২০১৬

তাবলীগ জামায়াত কর্মী হত্যায় স্ত্রীর মৃত্যুদণ্ড

23238.jpegসিলেট নগরীর চারাদিঘির পাড়ের সওদাগর টুলায় গত বছরের ১৮ মে তাবলীগ জামায়াত কর্মী মো. ইব্রাহিম খলিল হত্যা মামলায় নিহতের স্ত্রী  ফাতেহা মাশরুকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত পাশাপাশি তাকে  ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
বিচার-প্রক্রিয়া শেষ করে এক বছর ১৯ দিনের মাথায় আজ সোমবার (৬ জুন) আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন সিলেট মহানগর দায়রা জজ আদালত।
সোমবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক আকবর হোসেন মৃদা এ রায় দেন। মামলার রাষ্ট পক্ষের আইনজীবী ছিলেন মহানগর আদালতের পিপি এডভোকেট মফুর আলী। তাকে সহযোগিতা করেন এডভোকেট ইসতিয়াক আহমদ চৌধুরী ও কবির আহমদ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ মে দিবাগত রাতে (১৮ মে) সিলেট নগরীর চারাদিঘীর পাড় এলাকায় ইব্রাহিম আবু খলিল (৫৫) নামক এক বৃদ্ধকে জবাই করে খুন করা হয়। এ  সময় লুট হয় তার ঘরে থাকা ল্যাপটপ ও স্বর্ণ ।
এ ঘটনায় হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন তার স্ত্রী ফাতেহা মাশরুকা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল