সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০১৬
বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টে রায় দেওয়া বেঞ্চের অন্যতম বিচারপতি এনায়েতুর রহিম বিশিষ্ট আওয়ামী লীগ ঘনিষ্ট বিচারপতি । তার পুরো পরিবার আওয়ামী লীগের । এনায়েতুর রহীমের ছোট ভাই ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইকবালুর রহীম । তিনি বর্তমান সংসদের হুইপ এবং দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য।
বিচারপতি এনায়েতুর রহিম নিজেও ছাত্রলীগ করতেন। ১৯৮০-৮১ এবং ১৯৮১-৮২’র কাকসু নির্বাচনে পর পর দুই বার জাতীয় ছাত্রলীগের থেকে জিএস পদে নির্বাচিত হন এনায়েতুর রহিম।
বিচারপতি এনায়েতুর রহিমের বাবা বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর ছিলেন। বঙ্গবন্ধু বাকশাল গঠন করলে তিনি এর প্রভাবশালী নেতা হয়ে উঠেন। এমনকি বাকশাল বিলুপ্ত করে মুল আওয়ামী লীগ ফিরে গেলেও তিনি
আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আগের বাকশালেই থেকে যান। আব্দুর রাজ্জাকের বাকশাল বিলুপ্ত হওয়ার আগ পর্যন্ত তিনি সেটার সেক্রেটারি ছিলেন । রহীম পরিবারের সাথে ঘনিষ্ট একজন জানান, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় দিনাজপুর এলাকায় দলীয় কাজে গেলে তাদের বাসায় উঠতেন ।
উল্লেখ্য যুদ্ধাপরাধ ট্রাইবুনালে জামাত নেতাদের ফাঁসি দেওয়ায় সাবেক এই ছাত্রলীগ নেতা এনায়েতুর রহিমকে প্রমোশন দেয় আওয়ামী লীগ সরকার। এর আগে তিনিই জামায়াতের আমীর মাওলানা নিজামীর বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd