তারেকের সাজার বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০১৬

তারেকের সাজার বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা

Malasia-(1)20160731193455তারেক রহমানের সাজার বিরুদ্ধে মালয়েশিয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কুয়ালালামপুরের পর্যটন এলাকা বুকিতবিনতাং হোটেল সলিলের বল রোমে এ সভা হয়।
কুয়ালালামপুর বুকিতবিনতাং শাখা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুকিতবিনতাং শাখা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিনের এ সভা পরিচালনা করেন।
অর্থপাচার মামলার রায়ের তীব্র সমালোচনা করে বক্তারা বলেন, যে মামলায় তিনি আগেই খালাস পেয়েছেন, সেই মামলায় তাকে সাজা দেয়া রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।
বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করা এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, তারেক রহমানের মামলার রায় তারই স্পষ্ট প্রমাণ। ২০০৯ সালের একটি অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ৭ বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোট। এ সাজানো রায় প্রত্যাহারের দাবি জানান নেতারা।

Malasia

প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোশাররাফ হোসেন, ঢাকা বিমান বন্দর থানা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান সেগুন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলম, ক্লাং বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, মালয়েশিয়া যুব দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, চেরাছ বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন, বুকিতবিনতাং শাখা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা আজাদ, সহ-দফতর সম্পাদক মো. রাসেল, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, যুব দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির মোল্লা, বুকিত বিনতাং শাখা বিএনপির দফতর সম্পাদক শফিউল আলম সবুজ।
প্রতিবাদ সভায় মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ লিটন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লিটন, প্রকাশনা সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খান, মালয়েশিয়া বিএনপির দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন, সহ-দফতর সম্পাদক মো. আলী আকবর, বুকিত বিনতাং শাখা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সেলিম, যুবদলের সহ-সভাপতি তালেব মোল্লা, ক্লান্তান বিএনপির সহ-সভাপতি মিলন সরকার, দফতর সম্পাদক আলমগীরসহ মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল