তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় রায়ের প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় রায়ের প্রতিবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাস ভবনের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ১১.১০.১৬, মঙ্গলবার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলায় রায়ের প্রতিবাদে মঙ্গলবার (১১ অক্টোবর) ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে এক ব্যাপক বিক্ষোভ কর্মসূচির দুপুর ২টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী যুক্তরাজ্য বিএনপি পালন করে।
যুক্তরাজ্য বিএনপির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, জাসাস, মহিলা ও আইনজীবি দলের সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাওসার এম আহমদের পরিচালনায় বক্তব্যে রাখেন আক্তার হোসেন, মুজিবুর রহমান মুজিব, পারভেজ মল্লিক, খছরুজ্জামান খছরু, তাজ উদ্দিন, শহিদুল ইসলাম মামুন, সামছুর রহমান মাহতাব, নাসিম আহমদ চৌধুরী, আশরাফ গাজী, আব্দুল মুকিত, আব্দুল কাইয়ুম চৌধুরী, মিছবাহুজ্জামান সুহেল, সাহেদ আহমদ চৌধুরী, নাসির আহমদ শাহিন, আবুল হোসেন, রহিম উদ্দিন, জোয়ালিং করিম চৌধুরী, টিপু আহমদ, আব্দুল মোমিন, নুরুল আমীন রিপন, এ জে রিমন, আজহার হোসেন, শিমুল তাজবীর চৌধুরী, শরিফুল ইসলাম, জিয়া উদ্দিন, জাহাঙ্গীর আলম শিমু, জাহেদ তালুকদার, আজিম উদ্দিন, এমদাদুল হক, আমিনুল ইসলাম, আবু সাঈদ শরিফ, লাকি আহমদ, জাহাঙ্গীর হোসেন, নুরুল আমিন, কামাল উদ্দিন, আলকুচ মিয়া, আব্দুর রহমান, এমরুল হক, ফয়জুর রহমান পিনাক প্রমুখ।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন গণতন্ত্র ও আইনের শাসনের সুতিকাগার গ্রেট বৃটেন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতির বৃহত্তম অংশীদারও। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে সাজানো ও পাতানো মামলায় রায় দিয়ে দেশটিকে ধ্বংসের শেষ পান্তে নিয়ে গেছে অনির্বাচিত ও অবৈধ এ হাসিনা সরকার । এ অবস্থা থেকে উত্তরণে যুক্তরাজ্যকে অবশ্যই কার্যকর ভূমিকা নিতে হবে। অন্যায়, অবিচার ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে গণতান্ত্রিক দেশ গ্রেট বৃটেন থেকে আমরা প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল