সিলেট ৭ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন বলেছেন- আদর্শিক মোকাবেলায় ব্যার্থ হয়ে শহীদ জিয়া পরিবারকে ধ্বংস করতে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানকে রাজনীতির ময়দান থেকে সরাতে ষড়যন্ত্রমুলক মামলায় ৭ বছরের সাজা দেয়া হয়েছে। যে মামলায় নিম্ন আদালত তাকে বেকসুর খালাস দিয়েছে সেই মামলায় সর্বোচ্চ আদালতে সাজা প্রদানের মাধ্যমে ন্যায় বিচারের শেষ ভরসাটুকু জনগন হারাতে বসেছে। দেশপ্রেমিক জনতা এই রায় কখনো মেনে নেবেনা।
তিনি বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের সাজার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মিছিলটি বৃহস্পতিবার বাদ আসর নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্রাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আলীূ আহমদ বলেন- সরকার তারুন্যের অহংকার তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এই মিথ্যা সাজা প্রদানে আদালতকে বাধ্য করেছে। জনগন প্রতিহিংসামুলক এই রায় কখনো মেনে নিবেনা। অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত এই রায় বাতিল করতে হবে। অন্যথায় দেশপ্রেমিক জনতা ফুসে উঠবে।
মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সদস্য ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপি নেতা সৈয়দ মঈনুদ্দিন সোহেল, এমদাদ হোসেন চৌধুরী, মাহবুব চৌধুরী, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ভিপি মাহবুবুল হক চৌধুরী, শ্রমিক দল নেতা ইউনুছ মিয়া, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামীম আহমদ, বিএনপি নেতা এডভোকেট ফখরুল হক প্রমুখ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd