তারেক রহমানের সাজার প্রতিবাদে সিলেট ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

তারেক রহমানের সাজার প্রতিবাদে সিলেট ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ

sylhet jcdবিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার রায়ে সাজার প্রতিবাদে সিলেট ছাত্রদলের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর বন্দর বাজার পেপার পয়েন্টের সামন থেকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর ধোপাদিঘীর পাড় পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের ইন্দনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তাকে কলুষিত করার হীন উদ্দেশ্যে একটি মিথ্যা মামলার রায়ে সাজা প্রদান করে আদালত। অবিলম্বে এসব ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করার আহ্বান জানান। অন্যথায় সিলেট ছাত্রদল সকল ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে অবৈধ সরকারের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ,  জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, নাসির উদ্দিন রহিম, রুনু আহমদ, দিলদার হোসেন শামীম, সেলিম মিয়া, আব্দুল্লাহ হেলাল, আফজাল হোসেন, রিপন আহমদ, মাহমুবুল আলম সৌরভ, চৌধুরী সোহবান আজাদ, এনামূল হক জুমন, ইমন আহমদ, আলী ইসলাম, আসাদুজ্জামান শাহিন, মনির হোসেন, কামরুজ্জামান রুমান, মাহমুদুল হাসান মাহমুদ, মামুনুর রশিদ, নিলুৎফুল ভট্টাচার্য্য জয়, , নাঈম আহমদ দুর্জয়, রুবেল আহমদ, মাহিদ আহমদ, রিয়াজ উদ্দিন প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল