১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৭ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৬
বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সফল সভাপতি,সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য মনোনিত করায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। এক যৌথ বিবৃতিতে সংগঠনের জেলা ও জেলার আওতাধীন সকল শাখা সমূহের পক্ষে মুক্তিযুদ্ধের প্রজন্মদল কেন্দ্রীয় নির্বাহি কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা শাখার আহবায়ক, বিএনপি নেতা দিদার ইবনে তাহের লস্কর ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এডভোকোট ওবায়দুর রহমান ফাহমী বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালি ফসল এম ইলিয়াস আলীর সুদৃঢ় নেতৃত্বে সিলেট অঞ্চল তথা সারা বাংলাদেশে বিএনপি যখন মজবুত অবস্থান তৈরী করছিল ঠিক তখনই দেশী বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে গুম করে রাখা হয় এম ইলিয়াস আলীকে। বিএনপিতে জননেতা এম ইলিয়াস আলীর অনুপস্থিতে তাঁরই সুযোগ্য সহধর্মীনি সাবেক ছাত্রদল নেত্রী, সিলেট বিএনপির ঐক্যের প্রতিক মিসেস তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা নির্বাচিত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়ন ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন জননেতা এম ইলিয়াস আলী যেভাবে সিলেট অঞ্চলে বৃহৎ সংগঠন বিএনপিকে ঐক্যবদ্ধ করেছিলেন আশা করি তাহসিনা রুশদির লুনা সেই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। নেতৃবৃন্দ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্থতা এবং তাহসিনা রুশদির লুনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সিলেট এর সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং জননেতা এম ইলিয়াস আলীকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারে প্রতি দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D