সিলেট ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
তাহিপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে মারধরের প্রতিবাদে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে চিকিৎসকরা।
বুধবার সকাল ১০ টা থেকে ১২ পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় কমপ্লেক্সের সামনে সংশ্লিষ্টরা মানববন্ধন ও সভা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৃত্যুঞ্জয় রায়, ডা. সুমন বর্মন, ডা. বেলায়েত হোসেন রুমি, ডা. সুমন বর্মন, সিনিয়র স্টাফ নার্স সুমনী আক্তার, মিজানুর রহমান, আজাদুর রহমান, টিটু বর্মন, তাপস চন্দ্র বর্মণ, সম্রাট রায়, রুবেলসহ কর্মকর্তা-কর্মচারীরা।
তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমদ নূরী জানান, মঙ্গলবার রাত ১০টায় ভর্তি করা রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে প্রথমে নৈশপ্রহরী নাঈম চৌধুরীকে মারধর করা হয়। পরে চিকিৎসক ফয়েজ তাকে রক্ষা করতে গেলে ছুরিকাঘাত করা হয়।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালের চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফয়েজ আহমেদ নূরী সন্ত্রাসী হামলায় আহত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আসামিদের দ্রুত আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না।
এ ব্যাপারে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সুনামগঞ্জ শাখার সভাপতি ডা. আব্দুল হাকিম বলেন, সন্ত্রাসীদের হামলায় হাসপাতালের চিকিৎসককে আহত করা খুবই দুঃখজনক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। দোষীদের শাস্তির দাবি করে বিএমএ’র পক্ষ থেকে একটি বিবৃতি দিচ্ছি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd