১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৬
শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করবেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার সকালে নয়াপল্টনে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ের মাঝে তারেক রহমান আজীবন বেঁচে থাকবেন। তারেক রহমান জাতীয়তাবাদী দলের সবচেয়ে দুঃসময়ে কারাগারে গিয়েছিলেন। তাঁকে হত্যা করার জন্য ষড়যন্ত্রও করা হয়েছিল। আল্লাহ্র রহমতে ও মানুষের ভালোবাসায় তিনি প্রবাসে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ৫৩তম জন্মদিন দেশের মাটিতেই ইনশাআল্লাহ্ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীই তাঁর উপস্থিতিতেই পালন করবেন।
এছাড়াও আজ কেন্দ্রীয় কার্যালয়ের নীচতলায় ড্যাবের পক্ষ থেকে চিকিৎসা সেবা নিতে আসা লোকদের ফ্রি চিকিৎসাপত্র দেয়া হয় এবং বিনামূল্যে ওষুধ সরবারহ করা হয়। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠন। শনিবার রাত ১২টা ১মিনিটে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিএনপি চেয়ারপারসন ও মা বেগম খালেদা জিয়া দলের শীর্ষ নেতাদের নিয়ে ৫২ পাউন্ডের কেক কাটেন।
এর আগে রোববার সকালে জাতীয়তাবাদী যুবদলের পক্ষ থেকে বিএনপি কার্যালয়ে কেক কাটেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময়ে ঢাকা মহানগর যুবদল উত্তরের সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এসএম জাহাঙ্গির হোসেনসহ যুবদলের নেতাকর্মীরা।
এর কিছু পরে নয়াপল্টনের ভাসানী ভবনে তারেক রহমানের জন্মদিনের কেক কাটেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। জাতীয়তাবাদী তৃণমূল দলের উদ্যোগে দেশনায়ক তারেক রহমানের ৫২তম জন্মদিনের কেক কাটেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব এ্যাডভোকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এনডিপি’র প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, তৃণমূল দলের সভাপতি হানিফ বেপারী, যুগ্ম-সম্পাদক ফয়েজউল্লাহ মানিক, দপ্তর সম্পাদক মো. জহিরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক শাহ আলম, সহ-প্রচার খলিলুর রহমানসহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D