সিলেট ৪ঠা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০১৬
সিলেটের বিয়ানীবাজারের সন্তান তৌফিক-ই-এলাহী চৌধুরী জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। তিনি প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টাও।
মন্ত্রিপরিষদ বিভাগ বুধবার এক আদেশে মন্ত্রী পদমর্যাদায় কর্মরত প্রধানমন্ত্রীর এই উপদেষ্টাকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে ছয় মাসের জন্য জাতিসংঘে ওই দায়িত্ব দিয়েছে।
নতুন পদে যোগদানের দিন থেকে এই নিয়োগ কার্যকর হবে।
সিলেটের বিয়ানীবাজারে বাসিন্দা তৌফিক এলাহীর জন্ম ১৯৪৫ সালে। ১৯৬৮ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগ দেওয়ার পর ১৯৭১ সালে তিনি তৎকালীন মেহেরপুর মহকুমার প্রশাসকের দায়িত্বে ছিলেন।
২৫ মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়লে সশস্ত্র যুদ্ধে নামেন তিনি। যুদ্ধ করেছেন ৮ নম্বর সেক্টরে।
একাত্তরের ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানের কাজেও সক্রিয় ছিলেন এই প্রশাসনিক কর্মকর্তা।
বীরবিক্রম খেতাবপ্রাপ্ত তৌফিক-ই এলাহী স্বাধীনতার পর প্রশাসনে যোগ দিয়ে সচিব হিসেবে অবসরে যান।
২০০৯ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর জ্বালানি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন তাকে। আওয়ামী লীগ দ্বিতীয় মেয়াদের সরকার গঠনের পর ২০১৪ সালে আবারও একই পদে নিয়োগ পান তিনি।
৬৯ বছর বয়সী তৌফিক এলাহী দুই মেয়ের জনক, তার স্ত্রীর নাম আসমা চৌধুরী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd