সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৬
ত্রিপুরায় প্রবেশ করার সময় ২৫০ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী -বিএসএফ ।
শনিবার পুলিশ সুপার জয়ন্ত চক্রবর্তী আইএএনস নিউজ কে জানান, নারী-শিশুসহ ২৫০ জন বাংলাদেশি ভারতের ত্রিপুরাতে শনিবার প্রবেশ করতে চেয়েছিল। কিন্তু বিএসএফ তাদের প্রচেষ্টা নস্যাৎ করে দেয়।
তিনি বলেন, শুক্রবার পূর্ব বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাটের বনপ্রহরীরা তাদের ঘরবাড়ি ধ্বংস ও তাদের উচ্ছেদ করায় তারা ভারত সীমান্তে আশ্রয় গ্রহণ করতে চেয়েছিল। তারা সবাই সংখ্যালঘূ হিন্দু সম্প্রদায়ের।
তিনি জানান, অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তে বেড়া নিমার্ণ এবং বিএসএফ জওয়ানরা সতর্ক অবস্থান আছেন। বাংলাদেশীরা ত্রিপুরার চম্পানগর গ্রামে প্রবেশ করতে পারে নি। আগরতলা সীমান্তের ১০০ কিলোমিটার পর্যন্ত প্রবেশ নিষিদ্ধ আছে।
বিএসএফ সূত্র জানায়, তারা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে যোগাযোগ করেছে এবং দুই বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পতাকা বৈঠকে আটককৃত নাগরিকদের ফেরত নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা সচিব সুশীল কুমার শুক্রবার ত্রিপুরায় তিন দিনের সফরে আসেন। এ সময় তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ইশপাল সিং, উর্ধ্বতন বিএসএফ কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন সীমান্ত জেলার কালেক্টর এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভারত-বাংলাদেশ সীমান্ত সর্ম্পকীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের সাথে ভারতের ত্রিপুরার সীমান্ত সংযোগ ৮৫৬ কিলোমিটার। এর বেশিরভাগই পর্বত এবং নদী। এর মধ্যে ৯০ কি.মি ছাড়া ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের অধিকাংশ অঞ্চল সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, অনুপ্রবেশ বন্ধ, এবং আন্ত-সীমান্ত অপরাধ বন্ধের জন্য বেড়া নির্মাণ করা হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd