সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৬
গত দু-তিন মাস ধরেই প্রযোজকের করা মামলা নিয়ে বেশ অস্বস্তিতেই ছিলেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী মৌনিতা খান ঈশানা। সম্প্রতি মামলায় জামিন পান তিনি। এ নিয়ে বেশ কিছুদিন বিব্রত থাকলেও নিজেকে থামিয়ে রাখেননি ঈশানা। নিয়মিত কাজ করে গেছেন এ অভিনেত্রী। নাটকের শুটিংয়ের কাজ চালিয়ে গেছেন নির্ভয়ে। ঈশানা জানান, প্রযোজক মারুফ খান প্রেমের করা মামলায় কিছুটা বিব্রতবোধ করেছিলাম। চারদিকে নানা কথা উঠেছিল। ভালো লাগতো না সেসব শুনে। তার মধ্যে আবার মামলায় হাজিরা না দেয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি আরও ঝামেলায় ফেলে দিয়েছিল। অবশ্য এখন জামিন পেয়ে অনেকটা স্বস্তি পেয়েছি। তবে এই কয় মাসে মোটেও থামিয়ে রাখিনি নিজেকে। এখনও থেমে নেই। নিয়মিত শুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে নতুন একটি ধারাবাহিকে অভিনয় করেছেন ঈশানা। হাবিব মাসুদের পরিচালনায় নাটকটির নাম ‘খেলাঘর’। দীপ্ত টেলিভিশনে প্রচারের লক্ষ্যে এ ধারাবাহিকটি সমাজের চারপাশের নানা গল্প নিয়ে নির্মাণ হয়েছে বলে জানান ঈশানা। এতে আরও অভিনয় করেছেন সোহানা সাবা, নিলয়, রাইসুল ইসলাম আসাদ, সাবেরী আলম, নরেশ ভূঁইয়া প্রমুখ। দীপ্ত টিভির নিজস্ব প্রযোজনায় নাটকটি আগামী রোজার ঈদের পর থেকে প্রচার শুরু হবে। এদিকে ‘খেলাঘর’ ছাড়া বর্তমানে আরও কয়েকটি ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন ঈশানা। এগুলোর মধ্যে রয়েছে ‘নোয়াশাল’, ‘সম্রাট’, ‘ইয়েস ম্যাডাম নো স্যার’, ‘দাগ’, ‘ফেরারী’সহ আরো কয়েকটি। পাশাপাশি আসছে ঈদ উপলক্ষে বেশ কিছু খণ্ডনাটকের কাজও করবেন বলে জানান এ অভিনেত্রী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd