দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মে ৭, ২০১৬

দক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

DSC_0226 copyদক্ষিণ সুনামগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আওয়ামী পরিবারের এক যুবক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে দক্ষিণ সুনামগঞ্জের কারারাই পূর্বহাটির গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে। আহত মহিম আলী (৩২) কারারাই গ্রামের মৃত রসুন আলীর পুত্র এবং স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আরশ আলীর মেম্বারের ভাই। বিগত ইউপি নির্বাচনের জের ধরে হামলার এ ঘটনা ঘটেছে বলে আহতের পারিবারিক সুত্র দাবি করেছেন।
জানা গেছে, গত ইউপি নির্বাচনে দক্ষিণ সুনামগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের আওয়মী লীগ মনোনীত চেয়ারম্যানর প্রার্থীর পক্ষ নেয়ায় বিএনপি প্রার্থী আবু তাহের প্রতিহিংসা পরায়ন হয়ে আ,লীগ নেতা আরশ আলীর বাড়িতে ভাংচুর চালান। এ নিয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এর জের ধরে আওয়ামী লীগ নেতা আরশ আলীর ভাইকে খুন করার উদ্দেশ্যে তার উপর হামলা চালানো হয়। আহত মহিম আলীকে গুরুতর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশংকা জনক । এব্যপারে থাানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল