দক্ষিণ সুরমার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ শনিবার! তৃমুখী লড়াই

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, মে ৬, ২০১৬

দক্ষিণ সুরমার ৭টি ইউনিয়নে ভোট গ্রহণ শনিবার! তৃমুখী লড়াই

দক্ষিণ সুরমার ৭ ইউনিয়নের ভোটগ্রহণ কাল ॥ আ’লীগ বিদ্রোহীদের সাথে বিএনপির লড়াই ॥ ৬৬টি ভোট কেন্দ্র ॥ প্রার্থী ৩৫৭ জন

shoutsurma pic৪র্থ ধাপে দক্ষিণ সুরমা উপজেলার ৭টি ইউনিয়নের নির্বাচন কাল শনিবার (৭ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ইউনিয়নগুলোতে প্রধান লড়াই হবে আওয়ামীলীগ (নৌকা) বিদ্রোহী ও বিএনপি (ধানের শীষ) প্রার্থীদের মধ্যে। এতে কুচাই, মোগলাবাজার, দাউদপুর, সিলাম, জালালপুর, বরইকান্দি ও লালাবাজার এই ৭ ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট প্রার্থীর সংখ্যা ৩৫৭ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন, সাধারণ সদস্য পদে ২৬৮ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এবার ৭ ইউনিয়নে ১ লাখ ২৫ হাজার ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৩৩ জন, মহিলা ভোটার ৬৩ হাজার ৩৮ জন। ৬৩টি ওয়ার্ড, সংরক্ষিত ২১টি ওয়ার্ড, ভোট কেন্দ্রের সংখ্যা ৬৬টি। ভোট কক্ষের সংখ্যা ৩৯০টিতে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৫ মে) রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। প্রার্থীরা গতকাল রাত ১২ টার বাজার আগ মুহূর্ত পর্যন্ত ভোটারদের ধারে-ধারে গিয়ে শেষবারের মতো ভোট চেয়ে ব্যস্ততা সময় পার করেছেন। এসব ইউনিয়নগুলোতে দলীয় প্রতীকে চেয়ারম্যান কে কে হবেন আগামী শনিবার তার প্রহর গুনছেন ভোটারা। এবার তারা বুঝে-শুনে দলীয় প্রতীকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭ ইউনিয়নে নির্বাচনী এলাকাগুলোতে প্রশাসনের পক্ষ মহাসড়ক বাদে আজ শুক্রবার মধ্যরাত থেকে পরদিন শনিবার মধ্যরাত পর্যন্ত সকল ধরনের যান চলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ৭ ইউনিয়নের কয়েকটি নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, কুচাই ইউনিয়নের মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল কালাম (ধানের শীষ) ,বরইকান্দি ইউনিয়নের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিব হোসেন (ধানের শীষ), মোগলাবাজার ইউনিয়নের বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল (ধানের শীষ) ও সিলাম ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী এম কে করিম কাওছার মটর সাইকেল প্রতীক নিয়ে ভোটযুদ্ধে এগিয়ে রয়েছেন।
লড়াই হবে-বরইকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাজী মো. রইছ আলী (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ হাবীব হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেন (অটোরিক্সা), শাহ আব্দুল মালিক ওমর (আনারস), রেহান আহমদ হারিছ (মোটর সাইকেল),
কুচাইয়ে আ’লীগ মনোনীত প্রার্থী সিলেট মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকির (নৌকা), বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আবুল কালাম (ধানের শীষ),
সিলামে আ’লীগ মনোনীত উপজেলা যুবলীগের আহবায়ক ইকরাম হোসেন (নৌকা), বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান ইকবাল হোসেন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এম কে করিম কাওছার (মটর সাইকেল), এস এ ফয়সল (আনারস), বর্তমান প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান (ঘোড়া),
লালাবাজার ইউপিতে আ’লীগ মনোনীত জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক তোয়াজিদুল হক তুহিন (নৌকা), বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান শফিক মিয়া (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ চৌধুরী (রজনী গন্ধা), পীর মোঃ ফয়জুল হক (আনারস), শহিদুর রহমান (ঘোড়া), নুরুল আমিন আওলাদ (অটোরিক্সা)।
জালালপুরে আ’লীগ মনোনীত সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহীদুর রহমান শাহীন (নৌকা), বিএনপি মনোনীত জিয়াউর রহমান সাজু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী, বর্তমান চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন (মটর সাইকেল), কয়েস মিয়া (আনারস), মোঃ ফখরুল ইসলাম (টেলিফোন), ন্যাশনাল আওযামী পার্টির ইয়াওর বখত চৌধুরী (কুড়েঘর),
মোগলাবাজার ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ফখরুল ইসলাম সাইস্তা (নৌকা), বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হক সোহেল (ধানের শীষ), জাতীয় পার্টির নিমার আলী (লাঙ্গল), স্বতন্ত্র্র প্রার্থী মোঃ মুকিত মিয়া (আনারস), আতাউর রহমান টুনু (ঘোড়া) আলহাজ্ব চুনু মিয়া (মটর সাইকেল)।
দাউদপুরে ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুল হক (নৌকা)। বিএনপির মনোনীত ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম খলিল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থীী আলাউদ্দিন আলাল (অটো রিক্সা), আফতাবুল ইসলাম জবর (মটর সাইকেল), মাওলানা শরীফ উদ্দিন (চশমা) বর্তমান চেয়ারম্যান নূরুল ইসলাম আলম (আনারস) ও ছালিক আহমদ (ঘোড়া)।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল