৩০শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১৫, ২০১৬
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের মৃত তাহির আলী স্ত্রী জোসনা বেগম (৬৫) প্রতিপক্ষের হামলায় গুরুত্ব আহত হয়েছেন। গতকাল ১৫ মে রবিবার বিকাল আনুমানিক ৬.৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায় একই গ্রামের জইন উল্লাহ’র পুত্র সানা মিয়া, মেয়ে পারভীন বেগম, নাজমিন বেগম, ইয়াসমিন বেগম, জেয়াসমিন বেগম, সামাই মিয়ার পুত্র আজাদ, আলী নূরসহ অজ্ঞাত নামা ১৫/২০ জন লোক হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন জোসনা বেগম। তিনি বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে আহত জোসনা বেগমের ছেলে আলাল মিয়া জানান, দীর্ঘ ৯ বছর যাবত আমাদের দখলে বাড়ির কিছু জায়গার দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন প্রতিপক্ষ। সে জায়াগা নিয়ে কোর্টে মামলাও রয়েছে। তারপরও দখল করতে সানা বাহিনী আমার মায়ের উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আমি এ খবর পেয়ে দ্রুত বাড়ীতে আসলে সন্ত্রাসীরা আমার উপরও একই কায়দায় হামলা চালায়। আমি কোন রকম প্রাণে বেঁচে, আমার মাকে হাসপাতালে ভর্তি করি।
এ ব্যাপারে মোগলবাজার থানার ওসি তদন্ত রিতা আক্তার জানান, এ বিষয়ে আমরা অবগত নই। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। আর অভিযোগ পেলে আমরা আইনানোগ ব্যবস্থা নিব।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D