১৫ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্ণ, মে ৪, ২০১৬
সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীন বলেছেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। জনগণ তাদের স্বপ্ন পূরর্ণ ও নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য নির্বাচিত করেছে। তাই দলমতের উর্ধে উঠে নির্বাচনী এলাকার উন্নয়নের স্বার্থে কাজ করুণ। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে আপনাদের সহযোগিতা করতে হবে।
তিনি ৪ মে বুধবার সিলেট সদর উপজেলা পরিষদের হল রুমে বিগত ২২ মার্চের নির্বাচনে সদর উপজেলায় নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন স্থানীয় সরকারের উপ পরিচালক আব্দুল আহাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, গোবিন্দগঞ্জ কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মফিজুর রহমান বাদশা, জালালাবাদ থানার অফিসার্স ইনচার্জ আখতার হোসেন, শাহপরান থানা অফিসার্স ইনচার্জ শাহজালাল মুন্সি। নির্বাচিত চেয়ারম্যানদের পক্ষে বক্তব্যে রাখেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সংরক্ষিত আসনের সদস্য আব্দুল মছব্বির, সাধারণ সদস্য আমিনা বেগম।
শপথ গ্রহণ করেন জালালাবাদ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনফর আলী, হাটখোলা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আজির উদ্দিন, খাদিমনগর ইউনিয়নের দিলোয়ার হোসন, খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আফসর আহমদ, টুলটিকর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান এস এম আলী হোসেন, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিরন মিয়া, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান নিজাম উদ্দিন ও প্রত্যেক ইউনিয়নের নির্বাচিত সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ সদস্যরা।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার্স পুলিন চন্দ্র রায়। শপথ গ্রহণের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রহমান। গীতাপাঠ করেন দিলাপময় দাস চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D