সিলেট ৫ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬
৩০ আগস্ট ২০১৬. মঙ্গলবার: নিজের ওপর অভিমান ভুলে জাতীয় দলে ফিরেছেন লিওনেল মেসি। তাকে নিয়েই বিশ্বকাপ বাছাইপর্বে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ এদগার্দো বাউজা। বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে আর্জেন্টিনা মাঠে নামবে উরুগুয়ের বিপক্ষে। এর পাঁচদিন বাদে তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। কিন্তু এই দুই ম্যাচে মেসির খেলা নিয়ে বড় শঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। স্প্যানিশ লা-লিগায় সর্বশেষ অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন তিনি। এখনো সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছে বার্সেলোনা। এতে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে তার খেলা নিয়ে বড় শঙ্কা। তবে ভেনেজুয়েলার বিপক্ষে খেলার ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আর এই আশা নিয়ে তিনি ইতিমধ্যে বার্সেলোনা থেকে আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দিয়েছেন। মেসি না খেললে আর্জেন্টিনার আক্রমণভাগ নিয়ে বড় দুশ্চিন্তায় পড়বেন কোচ বাউজা। এমনিতেই তিনি দলে রাখেননে গত মৌসুমে ক্লাবে ফর্মের তুঙ্গে থাকা গঞ্জালো হিগুয়েইনকে। এছাড়া চোটে পড়েছেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো ও হাভিয়ের পাস্তোরে। এমন অবস্থায় মেসি না খেললে আর্জেন্টিনার আক্রমণভাগ একেবারে দুর্বল হয়ে পড়বে। বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের মধ্যে আর্জেন্টিনা এখন তৃতীয় স্থানে। ৬ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও এক হারে তাদের পয়েন্ট ১১। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উরুগুয়ে ও ইকুয়েডর। নিয়ম অনুযায়ী বাছাইপর্ব শেষে টেবিলের শীর্ষ চার দল সরাসরি রাশিয়া বিশ্বকাপে খেলবে। আর পঞ্চম দলটি মূলপর্বে খেলার সুযোগ পাবে প্লে অফ খেলে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd