১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০১৭
দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন আজ রোববার বিকেল ৪টা ০৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। আগামী ৯ মার্চ পর্যন্ত এ অধিবেশন চলবে বলে বৈঠকের আগে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে জানানো হয়েছে।
অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে স্বাগত জানানোর পাশাপাশির ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেওয়া দেওয়া হয়। এবারের সংসদে যারা সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন, তারা হলেন আব্দুল মতিন খসরু, শামসুল হক টুকু, এনামুল হক, ফখরুল ইমাম ও বেগম হোসনে আরা লুৎফা ডালিয়। স্পিকার ও ডেপুটি স্পিকরের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদ অধবেশনে সভাপতিত্ব করবেন।
এরপর চলতি সংসদের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনসহ সাবেক একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যূতে সংসদে শোকপ্রস্তাব আনা হয়।
অধিবেশনের আগে বিকাল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
বৈঠকে চলতি অধিবেশন আগামী ৯ মার্চ পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়। স্পিকার চাইলে এই অধিবেশন বাড়াতে বা কমাতে পারবেন। প্রতিদিন বিকাল সাড়ে ৪টায় অধিবেশন শুরু হবে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর ৪৫ ঘণ্টা আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, রাশেদ খান মেনন, আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আনিসুল হক অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D