দানবীর ড. রাগীব আলী ও আব্দুল হাইয়ের মুক্তির দাবীতে কর্মসূচি ঘোষনার হুশিয়ারি গণদাবী পরিষদের

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

দানবীর ড. রাগীব আলী ও আব্দুল হাইয়ের মুক্তির দাবীতে কর্মসূচি ঘোষনার হুশিয়ারি গণদাবী পরিষদের

বিশিষ্ট শিক্ষনুরাগী ও সমাজসেবক সিলেটে বহুপ্রচারিত দৈনিক সিলেটের ডাকের সম্পাদক মন্ডলীর সভাপতি শিল্পপতি ড. রাগীব আলী ও তার ছেলে সিলেটের ডাকের সম্পাদক আবদুল হাই’র মুক্তি এবং তাদের একান্ত সহচর দেওয়ান মোস্তফা মজিদ’র বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহের দাবী জানিয়েছেন বৃহত্তর গণদাবী পরিষদ সিলেট মহানগর শাখার আহবায়ক ও কেন্দ্রীয় সদস্য সালাউদ্দিন রিমন এবং সদস্য সচিব ও মদন মোহান বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবং সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম আহবায়ক শিহাব খানঁ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দানবীর ড. রাগীব আলী সিলেট অঞ্চলের মাটি ও মানুষের জন্য সারাজীবন কাজ করেছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, মসজিদ, মাদরাসা, ঈদগাহ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করেছেন। ব্রিজ-কালভার্ট, রাস্তাঘাট নির্মাণ ও উন্নয়নে ব্যক্তিগত ভাবে বিরাট অবদান রেখেছেন- যা দেশে-বিদেশে বিরল।
তারা বলেন, এসব প্রতিষ্ঠান পরিচালনায় তিনি প্রতারিত হওয়াটা অস্বাভাবিক নয়। একই সাথে কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন ও আদালত মানুষের জন্য তৈরি। সেই আইন ও আদালত দানবীর ড. রাগীব আলীর অবদান ও বয়স বিবেচনায় সহানুভূতিশীল হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। মানবিক কারণে তারা দানবীর ড. রাগীব আলী ও তাঁর পুত্র আব্দুল হাই এর মুক্তির দাবি জানান। দানবীর ড. রাগীব আলী ও তাঁর পুত্র আব্দুল হাই’র মুক্তির না দেওয়া হলে পরবর্তি কর্মসূচি ঘোষনার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল