১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৬
দিনাজপুরের ঘোড়াঘাটের ধানক্ষেত থেকে যে তিনজনের মরদেহ পাওয়া গেছে তারা নাটোরের পৌর যুবলীগ কর্মী বলে জানা গেছে।
নিহতরা হলেন, নাটোর শহরের কানাইখালী এলাকার সোনা মিয়ার ছেলে ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেদওয়ান আহমেদ সাব্বির, কানাইখালী এলাকার মাওলানা লুৎফর হাজীর ছেলে ও পৌর যুবলীগকর্মী আবু আব্দুলাহ এবং উত্তর চৌকিরপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে যুবলীগকর্মী সোহেল আহমেদ।
নাটোর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব ও নিহতের পরিবার জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তারা রাতে আর বাড়িতে ফেরেননি। অনেক খোঁজাখুজির পরও তাদের কোনো সন্ধ্যান না পওয়ায় নাটোর সদর থানায় একটি অভিযোগ করা হয়।
আজ সোমবার সকালে মিডিয়ার মাধ্যমে জানা যায় দিনাজপুরের ঘোড়াঘাটের হরিপাড়া কানাগাড়ি এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেত থেকে গুলিবিদ্ধ তিনটি মৃতদেহ পাওয়া গেছে। পরে খোঁজ খবর করে মৃতদেহগুলো সনাক্ত করা হয়।
তবে এ বিষয়ে নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা জানান, তারা এমন ঘটনার খবর পেয়েছেন তবে এখনও সঠিক ভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D