২৯শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০
অনলাইন ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দিল্লিসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে।
দিল্লি থেকে লেখিকা রিমি মুৎসুদ্দি নিজের ফেসবুক ওয়ালে এ ভূমিকম্পের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি রোহতক কেন্দ্রের কাছেই। আমরা সবচেয়ে বেশি অনুভব করলাম তাই। এখন ঠিক আছি। কিন্তু আফটার শক আবার আসবে কিনা জানি না। এই প্রথম দেওয়াল দুলতে দেখলাম। ফ্রিজের ভেতর বাসন পড়ে যাচ্ছে এমনভাবে শব্দ করে কেঁপে উঠল। এতটা বড় কখনো দেখিনি।’
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল ছিল দিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে, হরিয়ানার রোহতকে। এনসিএস জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৬।
অন্য দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের জিয়োলজিক্যাল সার্ভে সূত্রে খবর, শুক্রবার রাতের ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫।
গত ২৫ মে উত্তরপূর্ব ভারতের মণিপুরে মাত্র ১৩ মিনিটের ব্যবধানে দু’টি ভূমিকম্প হয়। প্রথমটির তীব্রতা ৫.৫ রিখটার স্কেল। মণিপুরের বিষ্ণুপুর জেলা থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল এর উৎসস্থল। দ্বিতীয় কম্পন অবশ্য একদমই মৃদু ছিল। এর তীব্রতা ছিল ২.৬।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D