সিলেট ২৬শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৯
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উজ্জীবিত কুলাউড়া আ. লীগের নেতা-কর্মীরা। কে হচ্ছেন সভাপতি-সম্পাদক এমন প্রশ্ন সবার মুখে মুখে। সম্মেলনের তিনদিন বাকি থাকলেও ইতোমধ্যে প্রার্থীরা স্ব স্ব পদে নিজেদের প্রার্থী হিসেবে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে।
সম্মেলনকে সামনে রেখে উপজেলার তৃণমূল পর্যায়ে চাঙ্গা হয়ে উঠেছেন দলীয় নেতাকর্মীরা। নতুন কমিটিতে সভাপতি-সম্পাদক পদে নতুন মুখ আসছেন না সাবেক কমিটি বহাল থাকবে তা নিয়ে আলোচনা, সমালোচনা শেষ নেই।
কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে স্থানীয় পৌর শহরের স্বাধীনতা সৌধ কমপ্লেক্স মাঠে। ধীরে ধীরে মঞ্চ প্রস্তুতের কাজ চলছে। কাউন্সিলকে ঘিরে তাই পদ প্রত্যাশীদের দৌড়-ঝাঁপও শুরু হয়েছে। দলীয় পদ পেতে নেতারা ছুটছেন নেতাকর্মীদের বাড়ি বাড়ি অর্থাৎ বিভিন্ন ইউনিয়নের কাউন্সিলরদের কাছে।
সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম আলোচনা রয়েছে তারা হলেন- বর্তমান সভাপতি মো. আব্দুল মতিন, বর্তমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, সহসভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু, উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, অরবিন্দু ঘোষ বিন্দু, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক, আ. লীগ নেতা আতাউর রহমান শামীম।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন- উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি আব্দুল মুক্তাদির তোফায়েল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক ফজলু, মনসুর আহমদ চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, যুক্তরাজ্য আ. লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হাসান, বন ও পরিবেশ সম্পাদক শফিউল আলম শফিসহ দপ্তর সম্পাদক খালেদ পারভেজ বখশ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বদরুল ইসলাম বদর ও জেলা শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
এ দিকে, দীর্ঘ ১৫ বছর পর সম্মেলন হওয়ায় তৃণমূল নেতাকর্মীদেরও আগ্রহের কমতি নেই। তবে দলের আদর্শচ্যুত কাউকে দলে না ভিড়িয়ে কাউন্সিলে দলীয় আদর্শে বিশ্বাসী, ত্যাগী আর নিবেদিতদের স্থান দিতে আহ্বান জানিয়েছেন তৃণমূল কর্মীরা।
কুলাউড়া প্রতিনিধি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd