সিলেট ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৬
ভালুকায় দুধ দিয়ে গোসল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ থেকে বিদায় নিয়েছে এক ছাত্রলীগ নেতা। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে।
সামাজিক যোগাযোগে মাধ্যম ফেসবুকের বরাদ দিয়ে খোঁজ নিয়ে জানাযায়, নবগঠিত ডাকাতিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্দ হন ইউনিয়ন ছাত্রলীগের বৃহৎ একটি অংশ। তার বহিঃপ্রকাশ হিসাবে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজন আহম্মেদ জয় গত ৩জুলাই রবিবার ইউনিয়রে হাজির বাজার নামক স্থানে প্রকাশ্য দিবালোকে এক বালতি দুধ দিয়ে গোসল করে আনুষ্ঠিানিক ভাবে ছাত্রলীগ থেকে বিদায়ের ঘোষণা দেন। এ সময় তার সাথে এত্বতা প্রকাশ করে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সোহানুর রহমান আলম সহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেখ রাজন আহাম্মেদ জয় এর সাথে কথা বললে তিনি ভালুকা ডট কম কে জানান, শিক্ষা শান্তির পতাকা বহনকারী উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি গঠনতন্ত্র আছে সেটিকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি। কিন্তু আমাদের ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক নিয়ম,নিতি, আদর্শ, ত্যাগ কোন কিছুর দিকে না তাকিয়ে এক জন গ্রাম্য পশু চিকিৎসক ও অছাত্র আল আমিনকে সভাপতি ও মটরসাইকেল চুরির দায়ে চার মাস জেলখাটে আসা আসামি মাহমুদুল হাসান হামিমকে সাধারন সম্পাদক নির্বাচিত করেছেন। এই ইউনিয়নে এতগুলা মেধাবী ও যোগ্য নেতৃত্ব থাকতে কেন এই অযোগ্যদের হাতে নেতৃত্ব দেওয়া হল? তিনি আরও বলেন আমরা টাকা দিতে পারবনা বলে কি রাজনিতি করবো না? শুনিছি সাত লক্ষ টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd