১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭
সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দুর্গাকুমার পাঠশালার প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জন জনকে আসামী করা হয়েছে।
গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালায় বই উৎসব চলাকালে হামলার ঘটনা ঘটে। নামাজের সময় গান বাজনার অভিযোগে পাশ্ববর্তী কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে ৩০/৪০ জন লোক এ হামলা চালায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা রোববারের ঘটনায় ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তির নামে মামলা করেছি।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, অজ্ঞাত নামা ৩০/৩৫জনকে আসামী করে স্কুলের প্রধান শিক্ষক সেগুফতা কানিছজ আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D