দুর্গাকুমার পাঠশালায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

দুর্গাকুমার পাঠশালায় হামলার ঘটনায় অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা

সিলেট নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব চলাকালে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় দুর্গাকুমার পাঠশালার প্রধান শিক্ষক সেগুফতা কানিজ আক্তার বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ৩০/৩৫ জন জনকে আসামী করা হয়েছে।
গত রোববার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী দুর্গাকুমার পাঠশালায় বই উৎসব চলাকালে হামলার ঘটনা ঘটে। নামাজের সময় গান বাজনার অভিযোগে পাশ্ববর্তী কালেক্টরেট মসজিদ থেকে নামাজ শেষে ৩০/৪০ জন লোক এ হামলা চালায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা রোববারের ঘটনায় ৩০-৩৫ জন অজ্ঞাতনামা ব্যাক্তির নামে মামলা করেছি।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান, অজ্ঞাত নামা ৩০/৩৫জনকে আসামী করে স্কুলের প্রধান শিক্ষক সেগুফতা কানিছজ আক্তার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল