দু’শতাধিক অসহায়কে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬

দু’শতাধিক অসহায়কে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

গতকাল রোববার সকালে শাহজালাল উপশহর তিব্বিয়া কলেজে প্রাত:ভ্রমণ ক্লাব দিন ব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পে গরীব অসহায়দের ফ্রি খতনা, রক্তচাপ চেকআপ সহ ফ্রি ঔষুধ প্রদান করা হয়।
৬০জন দরিদ্র পীড়িত পরিবারের শিশু কিশোরদের ফ্রি খতনা, একটি করে লুঙ্গি ও ঔষুধ প্রদান করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড পেশার ও ডায়বেটিস পরীক্ষা করা হয়।
এ উপলক্ষে সকাল ৯টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রাত:ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মসরুর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মুকিত লস্কর। বক্তব্য রাখেন ডা. আব্দুল ওয়াহিদ, ক্লাবের সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মঈনউদ্দিন সুহেল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাজী এনাম উদ্দিন, অর্থ সম্পাদক আবুল ফজল, সাদ উদ্দিন, আব্দুল মুক্তাদির, মাও. ইমাদ উদ্দিন, এম সালিক উদ্দিন, জয়নুল হক, রুহুল আলম, ফয়জুল ইসলাম লেইচ, আলা উদ্দিন, আব্দুশ শাকুর বকুল, জহুরুল আলম মজুমদার, আব্দুল আহাদ চৌধুরী, আতাউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামের দোয়ার মাধ্যমে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদের নেতৃত্বে ১০জনের একটি চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল