১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৬
গতকাল রোববার সকালে শাহজালাল উপশহর তিব্বিয়া কলেজে প্রাত:ভ্রমণ ক্লাব দিন ব্যাপী এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পে গরীব অসহায়দের ফ্রি খতনা, রক্তচাপ চেকআপ সহ ফ্রি ঔষুধ প্রদান করা হয়।
৬০জন দরিদ্র পীড়িত পরিবারের শিশু কিশোরদের ফ্রি খতনা, একটি করে লুঙ্গি ও ঔষুধ প্রদান করা হয়। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে শতাধিক মানুষের বিনামূল্যে ব্লাড পেশার ও ডায়বেটিস পরীক্ষা করা হয়।
এ উপলক্ষে সকাল ৯টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রাত:ভ্রমণ ক্লাবের সভাপতি প্রফেসর ডা. আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহমুদুর রশিদ মসরুর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল মুকিত লস্কর। বক্তব্য রাখেন ডা. আব্দুল ওয়াহিদ, ক্লাবের সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মঈনউদ্দিন সুহেল। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক হাজী এনাম উদ্দিন, অর্থ সম্পাদক আবুল ফজল, সাদ উদ্দিন, আব্দুল মুক্তাদির, মাও. ইমাদ উদ্দিন, এম সালিক উদ্দিন, জয়নুল হক, রুহুল আলম, ফয়জুল ইসলাম লেইচ, আলা উদ্দিন, আব্দুশ শাকুর বকুল, জহুরুল আলম মজুমদার, আব্দুল আহাদ চৌধুরী, আতাউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে ইমাম প্রশিক্ষণ একাডেমী সিলেটের সহকারী পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলামের দোয়ার মাধ্যমে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
প্রফেসর ডা. আব্দুল ওয়াহিদের নেতৃত্বে ১০জনের একটি চিকিৎসক দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D