সিলেট ১১ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ২৮শে চৈত্র, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান বলেছেন, দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ষড়যন্ত্র চলছে। মূলত সরকার পরিবর্তনের খেলা হচ্ছে না। এখন ভৌগোলিক কারণে অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে। অনেকটা আফগানিস্তানের মতো বাংলাদেশকে বানানোর চেষ্টা চলছে।
বৃহস্পতিবার বিকালে জেলা পরিষদ ডাক-বাংলোয় দৈনিক ইত্তেফাকের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, স্বাধীনতা, ভূখণ্ড আর বঙ্গবন্ধু- এই তিন প্রশ্নে কোনো আপস করব না। মুক্তিযুদ্ধের সময় কে মুসলমান কে হিন্দু কে খ্রিস্টান সে বিচার করা হয়নি। সবাই যুদ্ধ করেছে, সব ধর্মের মানুষই শহীদ হয়েছেন। যখন দেখি ধর্মের দোহাই দিয়ে ওরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙতে চাচ্ছে তখন মনে হয় যুদ্ধটা এখনও শেষ হয়নি।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ৫০ বছর পিছিয়ে দিয়েছে, তেমনি শেখ হাসিনা না থাকলে এ দেশ বসবাসের যোগ্য থাকবে না।
এর আগে দুপুরে নারায়ণগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামীম ওসমান। খাগড়াছড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জসহ ছয়টি জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সেখানে ভিডিও কনফারেন্সে শামীম ওসমান বলেন, জঙ্গিবাদের সঙ্গে যুক্ত ব্যক্তিসহ বিভিন্ন দেশের নাগরিকরা বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে যেভাবে এ দেশের ভাবমূর্তি নষ্ট করে আসছিল, এখন ই-পাসপোর্টের মাধ্যমে সেটা রোধ করা সম্ভব হবে। পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে যেসব উদ্যোগ হাতে নিয়েছেন সব ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে এ ই-পাসপোর্ট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd