সিলেট ২৫শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৯
নিজস্ব প্রতিবেদক
দেশকে এগিয়ে নেওয়া প্রধানমন্ত্রীর একার কাজ নয় বলে মন্তব্য করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমরা সবাই মিলে সরকারের প্রবৃদ্ধি বাড়াতে চাই। আমরা এসডিজি অর্জনকারী দেশে পরিণত হতে চাই।
বৃহস্পতিবার সকালে সিলেট নগরের রিকাবিবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সাত দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাফিজুর রহমান বলেন, মানুষের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কর দেওয়ার মানসিকতা বেড়েছে। তাই গত ১০ বছরে কর আদায় কয়েকগুণ বেড়েছে। বিভাগীয় কমিশনার বলেন, ২০২১ সালে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ২০৪১ সালে রূপকল্প, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ পালন করবো।
সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনির, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব ও কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজল।
উপ কর কমিশনার মো. স্বাদ উল্লাহর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপ কর কমিশনার (সদর দপ্তর, প্রশাসন) কাজল সিংহ। পরবর্তীতে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়কর মেলা- ২০১৯’র উদ্বোধন ঘোষণা করেন।
‘আমরা স্বাবলম্বী হবো, সকলে কর দেবো’ এই সেøাগানে শুরু হওয়া সাত দিনব্যাপী আয়কর মেলা আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলবে। মেলায় মোট ২৫টি স্টলের মাধ্যমে সেবা প্রদান করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd