দেশের গণতন্ত্র রক্ষায় ছাত্রদলকে সক্রিয় ভুমিকা রাখতে হবে–খন্দকার মুক্তাদির

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭

দেশের গণতন্ত্র রক্ষায় ছাত্রদলকে সক্রিয় ভুমিকা রাখতে হবে–খন্দকার মুক্তাদির

বাংলাদেশ জাতীয়তাবাদ দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশ ও জাতির ক্লান্তিকালে দেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে সর্বস্থরের ছাত্রদলের নেতা কর্মীদের সক্রিয় ভুমিকা রাখতে হবে। এদেশের মানুষ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের মানুষ আজ একটি গোষ্ঠি কাছে জিম্মি হয়ে আছে। তাদের মুক্ত করার দায়িত্ব জাতীয়তাবাদী পরিবারের সর্বস্থরের নেতাকর্মীর। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ ও স্থানীয় নেতা কর্মীদের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে এবং কারাগারের আটক সকল রাজবন্দিদের মুক্তির দাবী জানান।
তিনি শনিবার (১১ ফেব্র“য়ারী) তোপখানাস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে সিলেট মহানগর ছাত্রদলের আর্ন্তগত নবগঠিত ১৩ নং ছাত্রদলের কমিটির আহবায়ক অর্পণ গৌর’র সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় কালে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা জোবায়ের আহমদ লিলু, মহানগর ছাত্রদলের সদস্য আব্দুল আজিম, ছাত্রদল নেতা রাজু আহমদ, শামীম আহমদ, বাবলু আহমদ, ডুবার আহমদ, মিজান আহমদ, জুয়েল আহমেদ, জাহেদ আহমদ জীবন, খালেদ আহমদ, সৌকত, শিপন পাটওয়ারী, লায়েক আহমদ, রিক্রাসন, সুমন, মনাই, রিফাত প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেসবুকে সিলেটের দিনকাল