১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৬
ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় যোগদান শেষে দেশে ফিরেছে বিএনপির প্রতিনিধি দল।
শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
গত ১৯ জুলাই অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নিতে গত ১৬ জুলাই লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তারা। তবে লন্ডনে গিয়ে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে কারণে হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনায় অংশ নিতে পারেননি তিনি। আলোচনায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সেখানে বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক প্রেক্ষাপট, জঙ্গি হামলা, মানবাধিকারসহ চলমান পরিস্থিতি তুলে ধরে বিএনপির অবস্থান ব্যাখ্যা করা হয়।
এদিকে, সেন্ট্রাল লন্ডনের হিলটন হোটেলে স্থানীয় সময় গত বৃহস্পতিবার এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তারেক রহমানের বিরুদ্ধে হাইকোর্টের রায়কে প্রতিহিংসামূলক উল্লেখ করে এর প্রতিবাদে যুক্তরাজ্য বিএনপি এ সভার আয়োজন করে।
সেখানে মির্জা ফখরুল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, জনগণের ভালোবাসায় সিক্ত। ষড়যন্ত্র করে সাজানো মামলায় রায় দিয়ে তার অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।’
লন্ডন বিএনপি সূত্র জানায়, হাউস অব লর্ডসে বাংলাদেশ নিয়ে আলোচনার আগে ও পরে বিএনপির মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে দলের সাংগঠনিক অবস্থা, বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান ও দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তারেক রহমান। এছাড়া লন্ডনে পৌঁছানোর পর বিএনপির প্রতিনিধি দলের সদস্যদের ডিনারও করান তারেক।
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
সহ-সম্পাদক : জুমা কবীর মীম
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল
ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by M-W-D