দেশ থিয়েটার সিলেট এর দিত্বীয় মিউজিক ভিডিওর কাজ

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৬

দেশ থিয়েটার সিলেট এর দিত্বীয় মিউজিক ভিডিওর কাজ

sagur-photo১০ সেপ্টেম্বর ২০১৬ , শনিবার: আমির হোসেন সাগর: দিত্বীয়বারের মতো  দেশ থিয়েটার সিলেট এর ব্যানারে ডিজিটাল মানের মিউজিক ভিডিও এর কাজ করলেন।
তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী সাইহীফ আলমের,দূরে গেলে পরাণ কান্দে, শিরোনামের গানটি।গানের কথা সুর করেছেন শিল্পী নিজেই। গানটি ঈদে যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবার কথা রয়েছে। দেশ থিয়েটারের সভাপতি টিভি অভিনেতা কামাল আহমদ দুর্জয় এর পরিচালনায় গানটি মিউজিক ভিডিও করা হচ্ছে। গানের সঙ্গে পারফর্ম করেছেন এ প্রজন্মের উদীয়মান একঝাক মডেল মারহান মিজান,ঝুমা আক্তার,মুক্তা,সানজানা,ইয়াহীয়া ও তাহিদ খান।সিলটে মাধুব কন্ডু ও জাফলংগের
মনোরম লোকেশনে নিখুত ভাবে দু দিনে গানটির চিত্র ধারন করেছে পরিচালক ।গানে সংঙ্গীত করেছেন জনপ্রিয় সংঙ্গীত পরিচালক আজিজ।
ভিডিওচিত্র নির্মাণ করেছেন এনামুল হক,ফটো গ্রাফিতে চিলেন রাজু খান।