সিলেট ২৮শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
বিনোদন ডেস্ক
আবারও বিয়ে করলেন ‘বেওয়াচ’ তারকা পামেলা অ্যান্ডারসন। এবার নিজের দেহরক্ষীকেই জীবনসঙ্গী করলেন আলোচিত এ অভিনেত্রী।
করোনাভাইরাসের জেরে লকডাউন শুরু হলে কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপে নিজের বাগানবাড়িতে থাকতে শুরু করেন পামেলা অ্যান্ডারসন। ওই সময়ই তার দেহরক্ষী ড্যানের সঙ্গে ঘনিষ্ঠতা হয় বিগ বসের একসময়ের এই প্রতিযোগীর।
ড্যানের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর পরই গত ২৫ ডিসেম্বর নিজের বাগানবাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পামেলা। এটি তার ৫ম বিয়ে।
এ বিষয়ে পামেলার ভাষ্য– ভ্যাঙ্কুভারের এই বাগানবাড়ি তিনি ২৫ বছর আগে নিজের ঠাকুরদার কাছ থেকে কিনে নেন। এই বাড়িতে তার বাবা-মায়েরও বিয়ে হয়। এই বাড়িতে থেকে বিয়ে করেই তার বাবা ও মা এখনও একসঙ্গে রয়েছেন বলে জানান পামেলা।
আর তাই ভালোবাসার মানুষ ড্যানের সঙ্গেও তিনি এই বাড়িতেই বিয়ের পিঁড়িতে বসেন বলেও জানান। বিয়ের দিন নীল রঙের গাউনে সেজে ড্যানকে আপন করে নেন পামেলা।
এই বিশেষ দিনটিতে পামেলা তার বিয়ের মুহূর্তের ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।
এর আগে টমি লি ও কিড রকের সঙ্গে পর পর চারবার গাঁটছড়া বাঁধেন পামেলা। যার মধ্যে রিক সলোমনের সঙ্গে ২০১৪ ও ২০১৭ সালে পরপর দুবার বিয়ের পিঁড়িতে বসেন পামেলা অ্যান্ডারসন।
তথ্যসূত্র: ডেইলি মেইল।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও ব্লু-ওয়াটার শপিং সিটি, ৯ম তলা (লিফটের-৮), জিন্দাবাজার, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭১২৫৪০৪২০, ০১৭১১৯৮৪০৬৫, ০১৭১৮৫৩৮০৪৫ , ০১৭১১-৩২৬০৯১, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd