সিলেট ১৪ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০
এনামুল কবির মুন্না: দোয়ারাবাজারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের উদ্যোগে পাঁচ দফা দাবি নিয়ে সারাদেশের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে দোয়ারাবাজারে কর্মরতরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদ দোয়ারাবাজার । শাখার নেতৃবৃন্দের উদ্যোগে উপজেলা সদর সামনে
মানববন্ধন কর্মসূচী পালিত হয়।তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে দেশের ৩য় শ্রেণী সকল কর্মচারীদের নূন্যতম বেতন গ্রেড ১১ তম বাস্তবায়ন ও শিক্ষার্থীর সংখ্যার অনুপাতে কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা। পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সুপার করা। পেশাগতমান উন্নয়নে কম্পিউটার সহ অন্যান্য ট্রেনিং এর ব্যবস্থ্য করা। শিক্ষামন্ত্রণালয় প্রণীত চাকুরিবিধি-২০১২ সালের বাস্তবায়ন ও প্রজ্ঞাপন অনুযায়ী প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে বা গভর্নিং বডিতে কর্মচারীদের একজন সদস্য রাখা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতি দেয়া। সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা।
এ সময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণি কর্মচারী পরিষদ দোয়ারাবাজার শাখার আহবায়ক রোশন আলী তাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক রোশন আলী সমুজ আলী প্রমুখ।পরে উপজেলা পরিষদে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুনিয়া সুলতানা এর নিকঠ পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রধান করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd