সিলেট ১৮ই এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
দোয়ারাবাজার প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলায় ব্যক্তি মালিকানাধীন ভূমির অধিগ্রহণ ছাড়াই ব্রীজ ও এপ্রোচ সড়ক নির্মাণের অভিযোগ উঠেছে। এব্যাপারে সওজের নির্বাহী প্রকৌশলী এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও গ্রামের মাওলানা মোঃ আব্দুর রবের মেয়ে মোছাম্মৎ হামিদা বেগম। অভিযোগ সূত্রে জানা যায়, কোনো ধরনের অধিগ্রহণ কিংবা ক্ষতিপূরণ ছাড়াই একটি অসহায় পরিবারের জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের পাঁয়তারা চলছে। সম্প্রতি ভূমির মালিককে অবগত না করেই অন্যায়ভাবে
দোয়ারাবাজার ভায়া ছাতকের যাতায়াত রাস্তায় নৈনগাঁও গ্রামের হামিদা বেগমের মালিকানাধীন জমির উপর বাঁশের লাল খুটি সংযুক্ত করে জনজেবী কনস্ট্রাকশন নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি শামছু মিয়া। এতে ভূূূমির মালিকের পরিবার আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠান ও ভূূূূমির মালিক পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় দাঙ্গা হাঙ্গামার আশঙ্কা করা যাচ্ছে।
অভিযোগকারী হামিদা বানু জানান, ভুমি অধিগ্রহন বা ক্ষতি পূরন না দিয়েই ব্রীজের এপ্রোচ রাস্তা করতে জোর পূর্বক আমার একমাত্র ফসলি জমিতে খাল-খন্দক তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার আবেদন করেও একমাত্র ফসলি জমিটুকু রক্ষা করতে না পারায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত আমার বাবা মাওলানা আব্দুর রব এখন নির্বিকার। তার চিকিৎসা খরচ চালানো ও কলেজ পড়ুয়া ৪ মেয়ের লেখাপড়ার খরচ আর অভাব অনটনের সংসারের ব্যয় নির্বাহ নিয়ে আমরা এখন দিশেহারা। সড়কের জন্য নির্ধারিত করা মূল জায়গা এড়িয়ে স্থানীয় প্রকৌশলী অফিস ও ঠিকাদারি কোম্পানীর যোগসাজেশে আমার ব্যাক্তি মালিকানাধীন জায়গার পার্শ্ববর্তী প্রভাবশালী ভূমি মালিকদের অতিরিক্ত সুবিধা দিতে গিয়ে আমাদের সর্বনাশ করা হচ্ছে। এতে ভূমি অধিগ্রহন আইন অমান্য করা হয়েছে। আমি প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুবিচার কামনা করছি। এবিষয়ে মোবাইলে যোগাযোগ করা হলে সওজের উপবিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম জানান, ওই জমির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। জমির মালিকের সাথে আমাদের কথা হয়েছে। জোরপূর্বক ভাবে কোনো ব্যক্তি মালিকানাধীন জমির উপর দিয়ে ব্রীজ ও এপ্রোচ সড়কের নির্মাণ কাজ করা হচ্ছেনা। তাদের সাথে আলোচনা সাপেক্ষেই কাজ করা হচ্ছে। সরকারি নিয়মানুযায়ী এইই জমি অধিগ্রহণ করা হবে। তবে একটু সময় লাগবে। আমরা জমির মালিকের বিষয়টি গুরুত্ব দিয়েই কাজ করব।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : মোঃ আফছর আহমদ
সম্পাদক ও প্রকাশক : মস্তাক আহমদ পলাশ
নির্বাহী সম্পাদক : নাজমুল কবীর পাভেল, ব্যবস্থাপনা সম্পাদক : উজ্জ্বল চৌধুরী।
মস্তাক আহমদ পলাশ কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রেস, রাজা ম্যানশন, জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও অনামিকা এ/৩৪ পূর্ব শাহী ঈদগাহ, সিলেট থেকে প্রকাশিত।
ইমেইল : sylheterdinkalnews@gmail.com,
ফেইসবুক পেইজ : The Daily Sylheter Dinkal ০১৭২২১৮৮৫৫১, ০১৭৫৫৮৬৬২২২, ০১৭১২৫৪০৪২০, শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by best-bd